পৃথিবীতে ৩০-৪০ হাজার মাছের প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশে ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ এবং ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ পাওয়া যায়। আমরা বাঙালি। আমাদেরকে এক সময় বলা হত, ‘মাছে ভাতে বাঙালি। কিন্তু এই দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে মাছের মূল্যেরও উর্ধ্বগতি আজ আমাদের এই বৈশিষ্ট্যকে ইতিহাসে পরিণত করেছে। এক সময় মাছ ছিলো বাঙালির প্রতিদিনের খাদ্য। কিন্তু আজ অনেকে আমাদের দেশী অনেক মাছই চেনে না।মাছ উৎপাদনেও বাংলাদেশ সামনের কাতারে অবস্থান করছে। নদীমাতৃক বাংলাদেশে চার শতাধিক নদী, অসংখ্য খাল-বিল, হাওর-বাঁওড়, ডোবা-নালার বাংলাদেশে পাওয়া যায় নানা রঙ ও স্বাদের মাছ। আকার আকৃতিতেও এরা যেমন বিচিত্র, নামগুলোও তেমনি নান্দনিক।

সমুদ্র, নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, ডোবা-নালার, নানা রঙ ও স্বাদের মাছের সমাহার নিয়ে নিয়ে “পুকুর বিডি“ আপনাদের সামনে হাজির। আজই অর্ডার করুন ।